বাংলাদেশ বিমান- অফিসারদের আমলাতান্ত্রিক মনোভাবে শ্রমিকদের তীব্র অসন্তোষ
যদি উচ্চ পদস্থ অফিসাররা তাদের আমলাতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে নতুন সদিচ্ছা নিয়ে বাংলাদেশ বিমানকে উন্নততর না করেন, তাহলে এ সংস্থার শ্রমিক সাধারণ তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হবেন এবং আমলাতন্ত্র উৎখাত করবেন। গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জনাব আবু রেজওয়ান ইউনিয়নে নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন। সভায় সমাজতন্ত্র কায়েম করার জন্য বর্তমান সরকারকে পুনঃসহযোগিতা দানের কথা ঘোষণা করা হয়। জনাব রেজোয়ান বাংলাদেশ বিমানের কর্মকর্তাদের নির্লজ্জভাবে বিরাট অংকের বাড়ি ও গাড়ি ভাতা গ্রহণের তীক্ষ্ণ নিন্দা করেন। সভায় বিভিন্ন বক্তা শ্রমিকদের জন্য পুনঃরেশন ব্যবস্থা সিফট ভাতা ও পরিচ্ছন্ন ভাতা দেওয়ার জোর দাবি জানান। উল্লেখ্য যে, বিমান বন্দরস্থিত নতুন ইউনিয়ন অফিস উদ্বোধন করেন জনাব আব্দুর রশিদ এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি জনাব আবু রেজওয়ান।
রেফারেন্স: ২৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ