যোগাযোগ ব্যবস্থার অভাবে সাহায্য দ্রব্য প্রেরণের অসুবিধা
রংপুর। সুষ্ঠু সড়ক যোগাযোগের অভাবে জেলার সুদূর গ্রামাঞ্চলে রিলিফ সামগ্রী বিতরণের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। বিশেষ করে কুড়িগ্রাম মহুকুমায় বিভিন্ন এলাকায় রিলিফ দ্রব্য পৌছানোর জেলা কর্তৃপক্ষের পক্ষে অতীব কষ্টকর হয়ে দাড়িয়েছে। এ মহকুমার অধিকাংশ এখন পর্যন্ত জেলা সদর দপ্তরে পড়ে আছে। প্রকাশ, খানসেনারা পিছু হঠে যাওয়ার সময় গুরুত্বপূর্ণ সেতু তিস্তর পুলটি ব্যাপকভাবে ক্ষতিসাধন করায় রংপুর হেড কোয়াটারের সাথে কুড়িগ্রাম মহকুমার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া জেলায় অন্যান্য এলাকার রিলিফ সামগ্রীর সুষ্ঠ বিধিবণ্টন ব্যবস্থার অভাবে শত শত উদ্বাস্তু চরম সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে
রেফারেন্স: ২৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ