You dont have javascript enabled! Please enable it!

২টি সামরিক ট্রেন ধ্বংস

গত ৫ই থেকে ৭ই নবেম্বর পর্যন্ত বাংলাদেশের রংপুর-দিনাজপুর খণ্ডে মুক্তিবাহিনী একজন মেজরসহ বেশ কিছু সংখ্যক পাকিস্তানী সৈন্য খতম করেছেন এবং একটি বিশেষ সামরিক ট্রেন ডিনামাইটের সাহায্যে ধ্বংস করে দিয়েছেন। | ৭ই নবেম্বর রাতে অমরখানায় যখন পাকফৌজ একটি পরিখা খনন করছিল মুক্তিবাহিনীর অসম সাহসী বীর যােদ্ধারা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ৫ জন খান সেনাকে নিশ্চিহ্ন করে দেন। মুক্তিযােদ্ধাদের আক্রমণ প্রতিহত করতে না পেরে অবশিষ্ট পাকিস্তানী সৈন্যরা নিহত সঙ্গীদের ফেলে রেখে পালিয়ে যায়। | গত ৫ই নবেম্বর গেরিলা যােদ্ধারা জয়মণিরহাট ডাকবাংলা আক্রমণ করে পাকিস্তান বাহিনীর মেজর আবদুল্লাহকে হত্যা করেন। গত ৬ই নবেম্বর বলর পাড়ার কাছে মুক্তিবাহিনীর পোঁতা মাইন বিস্ফোরণে একটি বিশেষ সামরিক ট্রেন উড়ে যায়। এর ফলে গাড়ীর ইঞ্জিন ও ৫টি বগী লাইনচ্যুত হয়। এরপর মুক্তিবাহিনীর গুলীতে প্রায় ৫০ জন খান সেনা নিহত হয়। ঐদিনই মুক্তিযােদ্ধারা দুটি ফঁাড়ি আক্রমণ করে দখল করে। উক্ত স্থানে একজন খান সৈন্য ও ৪ জন রাজাকার খতম হয়। মুক্তিবাহিনী সেখান থেকে ৩টি রাইফেল….

জয়বাংলা (১) ১ : ২৮ 

১৯ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!