যুক্তরাষ্ট্র সোয়া ২৬ কোটি টাকা সাহায্য দিচ্ছে
জাতিসংঘ। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্যে ২৬ কোটি ২৫ লাখ টাকা (সাড়ে তিন কোটি ডলার) নগদ সাহায্য ঘোষণা করেছে। মার্কিন রাষ্ট্রদূত জর্জ বুশ জাতিসংঘ ও মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উপপ্রাশসক মি, উইলিয়ামস ওয়াশিংটনে এ নয়া সাহায্যের কথা ঘোষণা করেছেন। তাদের মতে এ নিয়ে ঢাকায় জাতিসংঘ সাহায্য তৎপরতার জন্যে সেক্রেটারি জেনারেলের আবেদন ক্রমে মার্কিন সাহায্যের পরিমাণ সাড়ে নয় কোটি ডলারে উন্নীত হলো। পরবর্তী খবরে বলা হয়েছিল, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়ার্ল্ড হেইম অস্ট্রেলিয়ার স্যার রবার্ট জ্যাকসনকে ঢাকায় জাতীসংঘ সাহায্য তৎপরতার সার্বিক দায়িত্বে নিযুক্ত করেছেন।
রেফারেন্স: ২৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ