বীরাঙ্গনাদের পুনর্বাসন করা উচিত
বাংলাদেশের বীরাঙ্গনাদের জন্য অবিলম্বে বৃত্তি শিক্ষার সাথে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় মহিলা প্রতিনিধি দলের নেতৃত্বে শ্রীমতি অরুণা আশফ আলী উক্ত কথা বলেন। এদের জন্য মাসিক ভাতা ব্যবস্থা করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। বাংলাদেশের মুক্তির সংগ্রাম মহিলাদের ভূমিকার কথা উল্লেখ করে এদের সমাজের সুপ্রতিষ্ঠিত করার জন্য সমাজের প্রতিটি স্তরের লোকের এগিয়ে আশা উচিত। শ্রীমতি অরুণা আশফ আলী বলেন, বাংলাদেশের বীরাঙ্গনাদের সাহায্য করার ব্যপারে আমরা ফিরে গিয়ে তাদের সরকারের সাথে আলাপ করবো। সম্মেলনে ভারতীয় মহিলা ফেডারেশনের সদস্যগণ এবং বাংলাদেশের মহিলা পরিষদের সুফিয়া কামালসহ বিশিষ্ট মহিলা সমাজকর্মী উপস্থিত ছিলেন।
রেফারেন্স: ২৩ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ