রাজশাহীতে দস্যু সৈন্যদের হাতে সহস্রাধিক নিরীহ গ্রামবাসী নির্মমভাবে নিহত
(জয়বাংলা প্রতিনিধি প্রেরিত) গত ৮ই নভেম্বর মুক্তিবাহিনীর বীর যােদ্ধারা রাজশাহীর ৩ মাইল পশ্চিমে বেড়পাড়ায় দুইটি পাকিস্তানী সৈন্যবাহী সামরিক গাড়ীর ওপর মারাত্মক আক্রমণ চালিয়ে ১০জন সৈন্যবাহী একটি গাড়ী উড়িয়ে দেন। এ আক্রমণে আরও ৫ জন খানসেনা গুরুতররূপে আহত হয়। | পরেরদিন বিপুল সংখ্যক সৈন্য আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উক্ত স্থানে আগমন করে আগের দিনের ঘটনার প্রতিশােধ নেওয়ার জন্য ক্ষিপ্ত কুকুরের মত বেড়পাড়ার ২ মাইল এলাকার ঘরবাড়ীতে যথেচ্ছাভাবে অগ্নিসংযােগ ছাড়াও সাড়ে ৩ শত নিরীহ নিরস্ত্র নারী-পুরুষ-শিশুকে বেয়নেট দিয়ে নির্বিচারে নির্মমভাবে হত্যা করে। এখানে উল্লেখযােগ্য অনুরূপভাবে গত ২৪শে অক্টোবর খান সেনারা নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। সম্প্রতি মুক্তিবাহিনীর কমান্ডােরা প্রেমতলীর নিকট ফরহাদপুর সেতু ধ্বংস করলে বেঈমান পাকিস্তানী পশুরা প্রতিশােধমূলক প্রেমতলী থেকে রাজবাড়ী পর্যন্ত এলাকার সাড়ে ৭ শত নিরীহ নিরস্ত্র। নারী-পুরুষ-শিশুকে নির্মমভাবে বেয়নেটের দ্বারা হত্যা করে।
জয়বাংলা (১) । ১; ২৮,
১৯ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯