বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য আলোচনা
কোলকাতা। বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত বাণিজ্য সম্পর্কিত বিভিন্ন প্রসঙ্গ আলোচিত হয়েছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকী এবং পশ্চিম বঙ্গের বাণিজ্য ও শিল্প মন্ত্রী শ্রী তরুণ কান্তী ঘোষের মধ্যে অনুষ্ঠিত এক সম্মেলনে এই আলোচনা হয়। ২৫ মার্চ ঢাকা যাত্রার পূর্বে জনাব সিদ্দিকী শ্রীঘোষের সঙ্গে আরেক দফা আলোচনা করবেন। দু’দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী আগামি ২৭ মার্চ ঢাকা থেকে নয়াদিল্লি যাবেন। বৈঠকে বাংলাদেশ ও ভারতের পদস্থ কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এতে পশ্চিমবঙ্গের চীফ সেক্রেটারি শ্রী এন, সি সেন গুপ্ত ও কোলকাতাস্থ বাংলাদেশ মিশনের অস্থায়ী প্রধান জনাব আনোয়ার করিম চৌধুরী উপস্থিত ছিলেন। জনাব সিদ্দিকী অবশ্য প্রয়োজনীয় ও পচনশীল দ্রব্যের সহজ ও অবাধ সীমান্ত বাণিজ্যের সম্ভবনা সম্পর্কে আলোচনা করেছেন। বৈঠকে চলচ্চিত্র প্রদর্শণীর মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়, সাংস্কৃতিক দলের সফর এবং বই-পুস্তক ও সাময়িকী বিনিময় প্রসঙ্গও আলোচিত হয়। ভারতীয় দূতাবাসের জনৈক মুখপাত্র বৃহস্পতিবার ঢাকায় জানিয়েছেন যে, দুদেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সঙ্গে বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ সীমান্ত বাণিজ্য হবে। ভারতীয় দূতাবাসের মুখপাত্র চোরাচালানী সম্পর্কিত সংবাদ সম্বন্ধে উপরোক্ত মত প্রকাশ করেন।
রেফারেন্স: ২৩ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ