মুজিববাদ প্রতিষ্ঠার আহ্বান
জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মান্নান এম সি এ মুজিববাদ প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অর্জনের জন্য আওয়ামী লীগ, শ্রমীক লীগ ও ছাত্রলীগের মধ্যে জঙ্গী ও ঐক্যের আহ্বান জানান। জনাব আবদুল মান্নান তেজগাঁও পলিটেকনিক ময়দানে গতকাল অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতা ও সদস্যদের এক সম্বর্ধনা সভায় বক্তৃতা করেছিলেন। বক্তৃতা প্রসঙ্গে জনাব মান্নান বলেন যে, প্রতি বিপ্লবী শক্তি বাংলাদেশের বুকে এখনো তৎপর রহিয়াছে। ওয়াশিংটন-পিকিং মৈত্রী সম্পর্কে শ্রমিক নেতা সাবধান বাণী উচ্চারণ করে বলেন যে, ইয়াহিয়ার সেন্যবাহিনীর দালালদের সঙ্গে যোগসাজস করে সি আই এ ও মাওপন্থীরা বাংলার স্বাধীনতা নসাৎ করার ষড়যন্ত্রে এখনো লিপ্ত রহিয়াছে। শ্রমিক নেতা জনাব রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি জনাব শাহজাহান মাওলানা আবদুল মতিন, প্রেস কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মি. রুসী, চটকল শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক জনাব আলী। সরকারি আমলাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে জনাব মান্নান বলেন যে, এইসব আমলার কু-পরামর্শের ফলেই আজ দেশে ৫০ ভাগ কল-কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। জনাব মান্নান বাংলাদেশের বুকে মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যকরী করার জন্য একটি কৃষকলীগ গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন যে, জাতীয়করণের মাধ্যমে কৃষক ও শ্রমিক সমাজের মঙ্গলসাধন করতে হবে। জনাব মান্নান বলেন যে, স্বার্থান্বেষী মহল আমলাদের উৎকোচ দিয়ে শিল্প ইউনিটগুলোর ব্যক্তিগত মালিকানা অর্জনের চেষ্টা করেছে।
রেফারেন্স: ২১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ