মুক্তিবাহিনীর সফল অভিযান
কুমিল্লায় গত মাসে আরাে ৩ শত খান সেনা নিহত বিলম্বে প্রাপ্ত খবরে প্রকাশ, গত মাসের ১৬ই অক্টোবর মুক্তিবাহিনীর বীর যােদ্ধারা কুমিল্লার হাজিগঞ্জ থানাধীন চিতােশিতে টহলদানরত খান সেনাদের ওপর এক অতর্কিত আক্রমণ চালিয়ে ৭ জনকে বন্দী। করেন। এছাড়া মুক্তিবাহিনী ৩টি রাইফেল ও ৫০ রাউন্ড গুলী দখল করেন। গত ১৭ই অক্টোবর গেরিলাযােদ্ধারা ফরিদগঞ্জ থানাধীন চাদরাতে এক চোরাগােপ্তা আক্রমণ চালিয়ে ১৩৪ জন হানাদারকে নিহত ও ১৭জনকে মারাত্মকভাবে আহত করেন। গত ১৯শে অক্টোবর হাজিগঞ্জ থানার বলাখালে চোরাগােপ্তা আক্রমণ চালিয়ে ৪ জন খান সেনা ও ১৬ জন রাজাকারকে খতম করেন। এই অভিযানে ১৩ জন হানাদার মারাত্মকভাবে আহত হয়। উক্তদিন মুক্তিবাহিনীর অসম সাহসী যােদ্ধারা ফরিদগঞ্জে আরেকটি সফল আক্রমণ চালিয়ে ৫ জন দস্যুসৈন্য এবং তাদের…জন রাজাকার। মারাত্মকভাবে আহত হয়। গত ২৬শে অক্টোবর অত্র থানার সাহাপাড়ায় এক দুঃসাহসিক আক্রমণ চালালে ১০ জন খান সেনা ও ৫ জন রাজাকার মুক্তিবাহিনীর হাতে প্রাণ হারায়। এই আক্রমণে আরাে ২৫ জন রাজাকার আঘাত প্রাপ্ত হয়। গত ৩০শে অক্টোবর মুক্তিযােদ্ধারা বাশারাতে এক চোরাগােপ্তা আক্রমণ চালিয়ে ৪ জন রাজাকারকে খতম করেন। গত ২০শে অক্টোবর মুক্তিবাহিনীর বীর যােদ্ধারা সাহাপুরে এক দুঃসাহসিক অভিযান চালিয়ে আরাে ২ জন হানাদারকে নিহত করেন। গত ২রা নভেম্বর মুক্তিযােদ্ধারা সাহাপুরে শত্রুঘাটির ওপর মর্টার আক্রমণ চালিয়ে ৩ জন হানাদারকে খতম করেন। ৬রা নভেম্বর রামাহানপুর ১ জন কুখ্যাত পাকিস্তানী দালালকে মুক্তিযােদ্ধারা হত্যা করেন। ৪ঠা নভেম্বর উক্ত জেলায় মুক্তি…….
জয়বাংলা (১) ১ : ২৮
১৯ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯