You dont have javascript enabled! Please enable it!

ভৈরবে ঘনঘন সশস্ত্র ডাকাতি

ভৈরব। এখানে প্রায়ই সশস্ত্র ডাকাতি হচ্ছে এবং তার ফলে ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। ভৈরব বাজার ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য কেন্দ্র। এখান হতে ঢাকা, কুমিল্লা ও সিলেট জেলার মাল চালান হয়ে থাকে। গত সপ্তাহে হালকা মেশিনগান ও রাইফেল সজ্জিত একটি দুষ্কৃতিদল গভীর রাতে একটি ব্যবসায়িক কেন্দ্রে প্রবেশ করে এবং পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দেন। এরূপ মেশিনগানসহ আর কখনো ডাকাতি করতে শোনা যায় নি। ইতোপূর্বে এ অঞ্চলে রাইফেল ও ষ্টেনগান লইয়ে ডাকাতি হয়েছে। অনবরত এরূপ সশস্ত্র ডাকাতি হওয়ায় ব্যবসায়িগণ খুবই নিরাপত্তার অভাব বোধ করেছে এবং তারা নিয়মিত স্থানীয় বাজারগুলোতে আসছে না। এর ফলে অভ্যন্তরীণ ক্ষেত্রে স্বাভাবিক ব্যবস্থা পুনরায় চালু হতে পারছে না। স্থানীয় জনসাধারণ মনে করেন পুলিশ মুক্তিবাহিনী ও রাজনৈতিক কর্মীগণ সম্মিলিতভাবে চেষ্টা করলে এরূপ সমাজবিরোধী কার্যকলাপ হতে বন্ধ হতে পারে।

রেফারেন্স: ২১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!