ভৈরব ও কসবা থেকে দৈনিক ৭০ হাজার টাকার পণ্য পাচার হয়ে যাচ্ছে
ভৈরব। বাংলাদেশ-ত্রিপুরা সীমান্ত এলাকায় চোরাচালান একটা নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে বলে সীমান্ত এলাকা থেকে প্রাপ্ত খবরে জানা যায়। খবরে বলা হয় যে, ভৈরব ও কসবা থানার সীমান্ত এলাকা দিয়ে প্রতিদিন ৭০ হাজার টাকা দামের চাউল, গম, মাছ, শুটকী মাছ, ডিম, পাটজাত দ্রব্য পাচার হয়ে যাচ্ছে। অপরদিকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা দামের কাপড়, মশলা প্রভৃতি পাচার হয়ে ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া শহরে আসছে। নৌকা ও ট্রেনযোগে এইসব অবৈধ বাণিজ্য চলছে বলে খবরে বলা হয় । নবজাত জাতির এই সঙ্কটময় মুহূর্তে সুযোগসন্ধানী ও দুষ্কৃতকারীদের এসব ঘৃণ্য কার্যকালাপ কঠোর হস্তে দমন করা না হলে দেশের অর্থনীতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে জনসাধারণ মনে করেন। জনসাধারণের পরামর্শ হলো যে, সম্মিলিতভাবে জোর প্রচেষ্টা চালিয়ে চোরাচালান বন্ধ ও চোরাকারবারীদের শাস্তি দানের জন্য স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা, মুক্তিযোদ্ধা ও পুলিশের তৎপর হওয়া দরকার।
রেফারেন্স: ২০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ