You dont have javascript enabled! Please enable it!

মুজিব-ইন্দিরার যুক্ত ঘোষণা

ভারতরত্ন শ্রীমতি ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এশিয়ার এ অঞ্চলে নিরাপত্তা স্থিতিশীলতা ও আঞ্চলিক সংহতির পক্ষে বিপজ্জনক শক্তিসমূহের কার্যকলাপ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার কথা দৃঢ়ভাবে ঘোষণা করেন। বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ভারতীয় প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগের প্রাক্কালে প্রকাশিত যুক্ত ঘোষণার এই মনোভাব ব্যক্ত করা হয়। যুক্ত ঘোষণায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী বাংলাদেশ সরকারকে এ আশ্বাস দিয়েছেন যে, পাকিস্তানের দুর্দশাগ্রস্ত বাঙালি জনসাধারণের স্বদেশে প্রত্যাবর্তন সহজতর করবার বিশেষ করে এ ব্যাপারে পরিবহনের সুবিধার জন্য সকল প্রকার সহায়তা করবেন। উভয় প্রধানমন্ত্রী আরও সিদ্ধান্ত গ্রহণ করেন যে, দুদেশের সহযোগিতা জোরদার করবার জন্য উভয় সরকারের পররাষ্ট্র ও দেশরক্ষা দফতরসহ অন্যান্য বিষয়াদির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরসমূহের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে অন্ততপক্ষে ৬ মাস পরপর আলাপ-আলোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্ত ঘোষণায় ভারত মহাসাগরীয় এলাকাকে বৃহৎ শক্তিবর্গের প্রতিধ্বন্দ্বিতা ও সামরিক প্রতিযোগিতা থেকে মুক্ত রাখা প্রয়োজন। তারা এই অঞ্চলে স্কুল, বিমান ও নৌঘাটি স্থাপনের বিরোধীতা করেছেন।

রেফারেন্স: ১৯ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!