বাংলাদেশ-হাঙ্গেরি চার কোটি টাকার বাণিজ্য চুক্তি
বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে চার কোটি টাকার একটি বিনিময় বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাণিজ্য দফতরের সেক্রেটারি জনাব এ এস নূর মোহাম্মদ। অপরদিকে হাঙ্গেরি সরকারের পক্ষে স্বাক্ষর করেছেন হাঙ্গেরীয় বৈদেশিক বাণিজ্য দফতরের ডিরেক্টর মি, জিনো সালফ। এই চুক্তি মোতাবেক বাংলাদেশে পাট, পাটের তৈরি পণ্য, পাটের কার্পেট, হাড় ও চামড়া, পাকিস্তনি চামড়া ও চামড়ার তৈরি দ্রব্য, নিউজপ্রিন্ট, তাঁতের কাপড়সহ সুতীবস্ত্র, হোসিয়ারী দ্রব্য, অস্থিচূর্ণ, কাঠ, কাঠের তৈরি জিনিসপত্র, হার্ডবোর্ড ও রেয়ন হাঙ্গেরিতে রপ্তানি করবে। অপরপক্ষে হাঙ্গেরি থেকে রেলওয়ের জিনিসপত্র, ওয়াগন, যানবাহন ও খুচরা যন্ত্রপাতি বিদ্যুৎ সরঞ্জাম, কীটনাশক ঔষধ, লিফট ও ক্লিভ্যাটর, বৈজ্ঞানিক ও গবেষণাগারের যন্ত্রপাতি, হাসপাতালের সরঞ্জাম, সার্জিক্যাল যন্ত্রপাতি, ওয়ার্কশপের মেশিনারী ও সিগারেটের কাগজ বাংলাদেশে আমদানি করবে।
রেফারেন্স: ১৯ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ