এদেশেই যুদ্ধাপরাধীদের বিচারের ব্যবস্থা হচ্ছে- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শনিবার বঙ্গভবনে বলেছেন, যুদ্ধবন্দিদের বিচার এবং পাকিস্তানে আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিশ্বজনমত গোড়ে তোলা হচ্ছে। পাকিস্তান হানাদারবাহিনীও তাদের দালালদের দ্বারা নির্মমভাবে নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের পরিবারবর্গের উদ্দেশ্যে ভাষণ দানকালে প্রধানমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। পাকিস্তানের আটক হতভাগ্য বাঙালিদের আত্মীয় স্বজন এই মর্মে নিশ্চয়তা দিয়ে তিনি বলেন যে, তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সব কিছুই করা হচ্ছে। তারা অবশ্যই ফিরে আসবে। তবে তা সময়ের প্রশ্ন। এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, মস্কো সফরকালে মি. কোসিগিনের সাথে তাঁর এই মানবীয় ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে। যুদ্ধাপরাধীদের সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, মিসেস ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর এ ব্যাপারে আলোচনা হয়েছে। বিচারের জন্যে যুদ্ধাপরাধীদের বাংলাদেশে আনা হতে পারে। এসব বন্দিদের বিচারের ব্যাপারে তিনি সরকারকে সাহায্য করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের পরিবারদের এই মর্মে নিশ্চয়তা দান করে প্রধানমন্ত্রী বলেন যে, সরকার তাদের পুনর্বাসনের জন্য সম্ভাব্য সবরকম সাহায্য করবে। বঙ্গবন্ধুর সঙ্গে যারা সাক্ষাৎ করেন তাদের মধ্যে রয়েছেন বেগম মুনির চৌধুরী, বেগম শহীদুল্লা কায়সার, বেগম ড. মুর্তজা, মোফাজ্জল হায়দার চৌধুরী ও বেগম জহির রায়হান।
রেফারেন্স: ১৮ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ