You dont have javascript enabled! Please enable it! 1972.03.16 | বাংলাদেশের প্রতি মার্কিনী দরদের নমুনা প্রতিশ্রুতি সাহায্যের ৬০ ভাগ অর্থ বাতিল করা হয়েছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাংলাদেশের প্রতি মার্কিনী দরদের নমুনা প্রতিশ্রুতি সাহায্যের ৬০ ভাগ অর্থ বাতিল করা হয়েছে

বাংলাদেশে মানবিক ত্রাণের জন্য নিক্সন প্রতিশ্রুতি ১৫ কোটি ৮০ লক্ষ ডলারের শতকরা ৬০ ভাগ মার্কিন যুক্তরাষ্ট্র বাতিল করেছে। পররাষ্ট্র দফতরের জনৈক মুখপাত্র আজ এ কথা বলেন। এই সপ্তাহের প্রথমভাগে যদিও পররাষ্ট্র বিভাগের মুখপাত্র চার্লস ডব্লিউ ব্রে বলেছিলেন যে, ১৫ কোটি ৮০ লক্ষ ডলারের সংখ্যাটা প্রতিশ্রুতি মোতাবেক সঠিক হিসাব। তবুও পররাষ্ট্র দফতরের অন্যান্য কর্মকর্তাগণ এই মর্মে আভাস দেন যে, ৯ কোটি ৭৮ লক্ষ ডলার কমিয়ে দেয়া হয়েছে। কারণ, এতটা পরিমাণ অর্থের প্রয়োজন নেই। এই তথ্য প্রকাশের ফলে পররাষ্ট্র দফতরের সাথে সিনেটর এডওয়ার্ড এম, কেনেডির কলহ পুনরায় বাঁধবে। তিনি ইতোপূর্বে এই অভিযোগ এনেছিলেন যে, সাবেক পূর্ব পাকিস্তান নামে পরিচিত মার্কিন প্রতিশ্রুতি সম্পর্কে সরকার জনগণকে ভুলপথে চালিত করেছে।

দক্ষিণ পূর্ব এশিয়ায় নিক্সনের নীতির কঠোর সমালোচক ম্যাসাচুসেটের ডেমোক্রট দলীয় সিনেটর বলেন যে, প্রতিশ্রুতির এক্তা সামান্য অর্থ দেয়া হয়েছে এবং সরকার বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলার দোহাই দিয়ে এই ত্রাণ আটকে রেখেছে। তিনি বলেন যে, পররাষ্ট্র দফতর এবং এর অধীনস্থ আন্তজারতিক উন্নয়ন সংস্থা শরণার্থী সংখ্যা সংক্রান্ত তার সাবকমিটিকে কতটা সাহায্য দেয়া হয়েছে তা কখনও জানায়নি। অবশ্য পররাষ্ট্র দফতর সূত্রে বলা হয় যে, খাদ্য ও সামান্য পরিমাণ গৃহনির্মান সরঞ্জাম বাবদ ১৯৭০ সালের নভেম্বর মাস থেকে ১৯৭১ সালের ডিসেম্বর পর্যন্ত ৪ কোটি ৪২ লক্ষ ডলার সাহায্য দেয়া হয়েছে। বর্তমানে মাত্র ১ কোটি ৬০ লক্ষ ডলার দেয়া হয়েছে। বাকি। সাহায্য বাবদ প্রতিশ্রুতি অর্থ বাতিল করা হয়েছে।

রেফারেন্স: ১৬ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ