আজ আপনিই একটি জাতি বঙ্গবন্ধুর জন্মদিনে রাষ্ট্রপতি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী তার স্বাস্থ্য ও সুখী দীর্ঘ জীবন কামনা করে নিম্নরূপ বার্তা পাঠিয়েছেন। জাতির জনক বঙ্গবন্ধু, আপনার শুভ জন্মদিনে এই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সমগ্র জাতি আজ আপনাকে শ্রদ্ধা, ভালবাসা ও অভিনন্দনে অভিষিক্ত করছে। আপনি বাংলাদেশের অতি আদরের মহান নেতা। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য আপনি আত্মােৎসর্গ করেছিলেন। দেশের মানুষ তাই লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে সেই শৃঙ্খল মুক্ত করেছে। আজ আপনি একজন ব্যক্তি মাত্র নন, আপনিই একটি জাতি; সাড়ে সাত কোটি মানুষের আশা-আকাক্ষার প্রতীক। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের যে অপরিসীম দায়িত্ব আপনি গ্রহণ করেছেন তাতে প্রতিটি বাঙালি গর্বিত ও আনন্দিত।
রেফারেন্স: ১৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ