You dont have javascript enabled! Please enable it!

আমরাও আপনার সাথে থাকবো- বঙ্গবন্ধু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুক্রবার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন যে, বিশ্বের দুঃখী মানুষের সংগ্রামে বাংলাদেশ ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে। সোহরাওয়ার্দী উদ্যানে মহান ভারতের নেত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীকে সম্বর্ধনা জানাতে গিয়ে বঙ্গবন্ধু একথা বলেন। সমবেত জনসমুদ্রকে লক্ষ্য করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা নস্যাত করার জন্যে বিশ্ব সাম্রাজ্যবাদের চক্রান্ত এখনও চলছে। সুতরাং প্রয়োজন হলে ভবিষ্যতে আবার হাতে অস্ত্র তুলে নেয়ার ডাক দিতে পারি। সোহরাওয়ার্দী উদ্যানের এ ঐতিহাসিক জনসভায় বঙ্গবন্ধু চৌদ্দ মিনিটের সংক্ষীপ্ত ভাষণ দেন। ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে, আজ বাংলাদেশের এক পরম সৌভাগ্যের দিন। বাংলাদেশের সৌভাগ্য যে, দুনিয়ার দুঃখী মানুষের পাশে বরাবর যিনি নির্ভয়ে এসে দাঁড়িয়েছেন-সেই মহান নেত্রী ইন্দিরা গান্ধীকে আজ আমরা আমাদের মাটিতে আনতে পেরেছি। সৌভাগ্য যে, শত ব্যস্ততা থাকা সত্বেও তিনি বাংলাদেশের দুঃখী মানুষের ডাকে সাড়া দিয়েছেন। বাংলার সাড়ে সাত কোটি মানুষের পক্ষ থেকে আজ এই পবিত্র লগ্নে তাকে জানাই অন্তরঢালা অভিনন্দন।

রেফারেন্স: ১৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!