You dont have javascript enabled! Please enable it! 1971.03.11 | বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটিতে যারা ছিলেন - সংগ্রামের নোটবুক

শপথগ্রহণ অনুষ্ঠান সম্পর্কে মেহেরপুরের তৎকালীন এসডিও তৌফিক-ই-ইলাহী চৌধুরী ১৪/10/৭৩ তারিখে সাক্ষাৎকারে জানাচ্ছেন, “মেহেরপুরের কোনাে এক স্থানে বাংলাদেশ সরকারের শপথগ্রহণের প্রস্তাবের কথা আমরা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে জানতে পারি। আমরা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গভীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলাম।” বৈদ্যনাথতলায় একটা কিছু অনুষ্ঠানের আভাস পাওয়া যায় এপ্রিল মাসের ১২ তারিখে। সে আভাস পান বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়ে ১১ মার্চ গড়ে ওঠে এই সংগ্রাম কমিটি। ১৩ সদস্যবিশিষ্ট সেদিনের ঐতিহাসিক বৈদ্যনাথতলা সংগ্রাম কমিটিতে ছিলেন ১. দোয়াজ উদ্দিন মাস্টার, ২. আব্দুল মােমিন চৌধুরী, ৩. আইয়ুব হােসেন, ৪. রুস্তম আলী, ৫. আব্দুর রফিক, ৬. সৈয়দ আলী, ৭. জামাত আলী মােল্লা, ৮. আবু তৈয়ব, ৯, আকবত আলী, ১০. পিন্টু বিশ্বাস, ১১. সুশীল মল্লিক, ১২. আনােয়ার হােসেন ও ১৩, সিরাজুল ইসলাম পটল।