You dont have javascript enabled! Please enable it! 1972.03.14 | বৃহৎ শক্তিবর্গের দ্বন্দ্বে বাংলাদেশ জড়াতে চায় না | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বৃহৎ শক্তিবর্গের দ্বন্দ্বে বাংলাদেশ জড়াতে চায় না

বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ বাংলাদেশ সফররত উচ্চক্ষমতা সম্পন্ন জাপানি প্রতিনিধিদলের উদ্দেশ্যে বলেন যে, বাংলাদেশ বৃহৎ শক্তিবর্গের দ্বন্দ্ব থেকে দূরে থাকতে চায়। কারণ আমাদের জনগণ শান্তির প্রত্যাশী। আজ অপরাহ্নে প্রতিনিধি দলের নেতা মি, তাকাসাই হাকওয়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং জাপানী পররাষ্ট্রমন্ত্রীর একটি ব্যক্তিগত চিঠি তার হাতে অর্পন করেন। এই চিঠিতে তিনি বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে তোলার ইচ্ছা প্রকাশ করেছেন। মি. হায়াকওয়া ও জনাব আবদুস সামাদ উভয় দেশের সাধারণ স্বার্থসংশ্লিষ্ট ব্যাপারে আলাপ-আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, পুনর্গঠন কাজে জাপানের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য যথেষ্ট সহায়ক হবে।

রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ