বাংলাদেশ পুনর্গঠনে জাপান সব রকম সাহায্য ও সহযোগিতা করবে
বাংলাদেশ সফররত ৪ সদস্যের জাপানি পার্লামেন্টারী প্রতিনিধি দল মঙ্গলবার অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে জানান যে, বাংলাদেশ পুনর্গঠনে জাপান সম্ভাব্য সবরকম সাহায্য দান ও অর্থনৈতিক সহযোগিতা। করবে। প্রতিনিধিদলের নেতা মি. তাকাসি হায়াকাওয়া প্রকাশ করেন যে, বাংলাদেশ পুনর্গঠনের প্রয়োজন যাচাইয়ের জন্যে বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি উচ্চ শক্তিসম্পন্ন একটা অর্থনৈতিক দল শীগগিরই বাংলাদেশ সফরে আসবেন। মি. হায়াকাওয়া বাংলাদেশের প্রয়োজনে অর্থনৈতিক দিক সম্বন্ধে আলোচনার জন্য বাংলাদেশ থেকে এই ধরনের একটা প্রতিনিধিদলকে সরকারিভাবে জাপান সফরের আমন্ত্রণ জানান। মঙ্গলবার সকালে সেক্রেটারিয়েটে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দীন আহমদের সাথে আলাপ প্রসঙ্গে প্রতিনিধিদলের নেতা মুক্তি সংগ্রামে ঐতিহাসিক জয়ের নিমিত্তে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়ে লাখ লাখ শহীদের মৃত্যুর জন্যে গভীর দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া জাপান বাংলাদেশকে স্বীকৃতি দান করায় তিনি আনন্দ প্রকাশ করেন।
রেফারেন্স: ১৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ