চার লাখ টাকা মূল্যের চোরাচালানী মাল আটক
যশোর। পুলিশ প্রায় ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মোটর পার্টস ও অন্যান্য পণ্যদ্রব্য উদ্ধার করেছে। ভারত থেকে ট্রাকে করে মালগুলো যশোরে আনা হয়েছিল। মাল খালাস করার সময় পুলিশ একটি বিশেষ সূত্রে খবর পেয়ে ট্রাকটি চ্যালেঞ্জ করে এবং মালসহ ট্রাকটি আটক করে। ট্রাকের ড্রাইভার ও সহকারীকেও গ্রেফতার করা হয়েছে। উপযুক্ত দলিলপত্র ছাড়াই ওরা এসব মাল বাংলাদেশে নিয়ে এসেছিল। এসব পণ্য জার্মান ব্যবসায়ীদের দ্বারা ভারতে তৈরি হয়েছে। এদিকে আটক পণ্যের মালিক মালগুলোর মোট মূল্য ৮ হাজার টাকা বলে দাবি করেছে। পুলিশ। মালগুলো সম্পর্কে ব্যবস্থা গ্রহণ করলে এর মালিক জনৈক ভারতীয় নাগরিক এ সব জিনিসপত্র ছেড়ে। দেয়ার জন্য যশোরের ডেপুটি কমিশনারের নিকট আবেদন জানায়। কিন্তু ডেপুটি কমিশনার সরকারি । কর্তৃপক্ষের কাছ থেকে এ সম্পর্কে উপযুক্ত দলিল ব্যতিরেকে মাল ছেড়ে দেয়া সম্ভব নয় বলে জানান। গত ১১ মার্চ বেনাপোল শুল্ক চেকপোষ্ট দিয়ে ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
রেফারেন্স: ১৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ