দুদিনে শহরের বিভিন্ন স্থান হতে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার
গোপনসূত্রে প্রাপ্ত সংবাদের ওপর ভিত্তি করে রমনা পুলিশ গত শুক্রবার সিদ্ধেশরী এলাকার একটি বাড়িতে হানা দিয়ে ৬টি ষ্টেনগান, কয়েকটি রিভলবার, শট গানের গুলি এবং একটি মোটর সাইকেল, একটি রেডিও, টেলিভিশন ও রেডিওর খুচরা অংশ, কাপড় চোপড়সহ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করেছেন বলে এক সরকারি হ্যান্ড আউটে প্রকাশ। এই সকল উদ্ধারকৃত জিনিসপত্রের মূল্য ১২ হাজার টাকা বলে জানা গেছে। উক্ত বাড়ি থেকে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতারও করেছে। ইতোমধ্যে অপর একটি গোপন পরিত্যাক্ত বাড়ি থেকে পুলিশ গত বৃহস্পতিবার ৩২টি রাইফেল, ৩টি ষ্টেনগান, ৩টি ম্যাগজিনসহ, এস এল, আর একটি বেয়নেট ও ১২০ রাউন্ড গুলি উদ্ধার করে। একই দিনে মোহাম্মদপুর পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এল এম জির ২ শত ৬২টি গুলি, স্টেনগানের ২০টি গুলি, ৫টি বেয়নেট, রাইফেলের ২ শত ৪৮টি গুলি, ৬টি ৩০৩ রাইফেল, ১টি ষ্টেনগান ম্যাগজিন, ১টি গ্রেনেড, ৯টি ছোরা উদ্ধার করে।
রেফারেন্স: ১১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ