You dont have javascript enabled! Please enable it! 1972.03.10 | ভারত থেকে সাড়ে ৪ লাখ মণ খাদ্যশস্য আসছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ভারত থেকে সাড়ে ৪ লাখ মণ খাদ্যশস্য আসছে

 ঢাকা। আজ এখানে ভারত থেকে বাংলাদেশে দ্রুত খাদ্যশস্য প্রেরণের বিষয়টি আলোচিত হয়। ভারতের খাদ্য কর্পোরেশন ও বাংলাদেশ খাদ্য দফতরের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনা বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী মি. ফনি ভূষণ মজুমদার। সরকারি সূত্রে বলা হয় যে, খাদ্যমন্ত্রীকে এইভাবে অবহিত করা হয়েছে যে, জলপঙ্খী নামক একটি জাহাজ কোলকাতা থেকে এক লক্ষ ৯০ হাজার মণ খাদ্যশস্য নিয়ে আগামি ১৬ মার্চ খুলনা পৌছাবে বলে আশা করা যাচ্ছে। এ ছাড়া এখানকার ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে ভারতের জন্যে মিসর থেকে ২ লক্ষ ৫৪ হাজার ১২৪ মণ চাল বোঝাই ‘আগিসাগা’ জাহাজটিকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। জাহাজটি চলতি মাসের শেষ দিকে চট্টগ্রামে উপনীত হবে। প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, এযাবৎ ভারত থেকে ৮০ হাজার টন খাদ্যশস্য প্রেরণ করা হয়েছে। খাদ্যশস্য প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকারের ফিল্ড অফিসারদের সাথে যোগাযোগ রক্ষার জন্য বাংলাদেশের চারটি স্থানে চারজন ভারতীয় অফিসার নিয়োগ করা হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় খাদ্য কর্পোরেশনে প্রধান লিয়াজো অফিসার মি. পি, এম, টমাস খাদ্যমন্ত্রীকে জানান যে, ভারত থেকে খাদ্যশস্য প্রেরণের পরিমাণ যথেষ্টরূপে বৃদ্ধি করা হয়েছে এবং একটি সুপরিকল্পিত কর্মসূচি অনুযায়ী খাদ্যশস্যের পরিমাণ আরো বাড়ানো হচ্ছে।

রেফারেন্স: ১০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ