বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের প্রথম উদ্যোগ– ২০ কোটি টাকার রপ্তানি প্রকল্প
ঢাকা। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন চলতি সালে ২০ কোটি টাকা মূল্যের পাটজাত দ্রব্য, চামড়া, নিউজপ্রিন্ট ও অন্যান্য দ্রব্যাদি রপ্তানির জন্যে একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করেছেন বলে আজ কর্তৃপক্ষীয় সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট দফতরে উক্ত পরিকল্পনার কপি পেশ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্যে ১২ কোটি টাকার পাটজাত দ্রব্য, তিন কোটি টাকার চামড়া, আড়াই কোটি টাকার খবর ছাপার কাগজ (নিউজপ্রিন্ট), দেড় কোটি টাকার মসলা ও আলু এবং এক কোটি টাকার অন্যান্য দ্রব্য অন্তর্ভুক্ত রয়েছে।
রেফারেন্স: ১০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ