লন্দখােরের স্বীকৃতি
পূর্ব ও পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের মধ্যে তীব্র মতবিরােধ পেশােয়ার, ১লা মে।-পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান গােলাম মােহম্মদ খান লুখাের গতকল্য স্বীকার করেন যে, পূর্ব ও পশ্চিম পাকিস্তান আওয়ামী লীগের মধ্যে মতানৈক্য রহিয়াছে। কিন্তু তাহা সত্ত্বেও শেখ মুজিবর রহমান তাহার ৬-দফা কর্মসূচীর জন্য রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজ করিতেছেন এরূপ কোন অভিযােগ আমরা তাহার বিরুদ্ধে করি নাই।
এক সাংবাদিক সম্মেলনে জনৈক সাংবাদিকের প্রশ্নের জবাবদানকালে তিনি বলেন, বিভিন্ন সরকারের আমলে যে ভুল-ভ্রান্তির সৃষ্টি করা হইয়াছিল সকল নৈরাশ্য ও পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবী তাহারই ফলশ্রুতি।
তিনি নিশ্চিতভাবে বলেন যে, জাতীয় জীবনের প্রত্যেক ক্ষেত্রে যদি পূর্ব পাকিস্তানীদের ন্যায্য অংশ এবং “পূর্ণ গণতন্ত্র প্রদান করা হয়, তবে আজিকার দিনে যে সকল দাবী উত্থাপন করা হইতেছে, তাহা স্তব্ধ হইয়া যাইবে।—পি,পি,এ
দৈনিক পয়গাম, ০২ মে ১৯৬৬