You dont have javascript enabled! Please enable it!

৬-দফার প্রতি গণ-সমর্থন 

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমান গতকাল (শুক্রবার) কুমিল্লা টাউন হল ময়দানে এক বিরাট জনসমাবেশে ঘােষণা করেন যে, ৬-দফাই আমাদের একমাত্র মুক্তির পথ।
কুমিল্লার বিরাট জনসমাবেশে আওয়ামী লীগ প্রধান আরও ঘােষণা করেন যে, ৬-দফা দুর্বল নয়, পাকিস্তানের ভিত্তি আরও শক্তিশালী ও মজবুত করিবে। জনসভায় শেখ মুজিবর রহমান বলেন, ৬-দফার ব্যাপারে আপনারা যে সমর্থন জ্ঞাপন করিয়াছেন, তাহা আমাকে আরও সাহস দান করিয়াছে। আপনাদের সমর্থন ও সহযােগিতা পাইলে নির্যাতন ও জেল-জুলুম কোন কিছুতেই আমি ভয় করি না। শহর ছাড়াও কুমিল্লা জেলার দূরাঞ্চল নােয়াখালী ও চট্টগ্রাম জেলা হইতে বহুলােক উক্ত সভায় যােগদান করেন। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুর রহমান খান।
শেখ মুজিবর রহমানের বক্তৃতার সময়-বিশেষ করিয়া ৬-দফার দফাওয়ারী ব্যাখ্যাদানকালে জনগণের মধ্য হইতে ঘন ঘন করতালি ও উহার সমর্থনে ধ্বনি উথিত হয়। আওয়ামী লীগ প্রধান সদলবলে মােটরযােগে ঢাকা হইতে কুমিল্লা পৌঁছিলে তাঁহাকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। কুমিল্লার ইতিহাসে এই ধরনের সম্বর্ধনার দৃষ্টান্ত বিরল।
শেখ মুজিবর রহমানের পৌছার বহু পূর্বেই প্রায় ১০ হাজার লােক ৬-দফার দাবী সম্বলিত পােষ্টার ও ফেস্টুন ইত্যাদিসহ ঢাকা-চট্টগ্রাম রােডে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছিল। বেলা ১০ টায় শেখ মুজিবর রহমান পৌছার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতার তুমুল জিন্দাবাদ ধ্বনিতে কুমিল্লা শহর কাপিয়া উঠে। প্রায় এক মাইল দীর্ঘ শােভাযাত্রা সহকারে শেখ মুজিবর রহমানকে টাউন হলে কর্মীসমাবেশে লইয়া যাওয়া হয়। ঢাকা হইতে কুমিল্লা যাওয়ার পথে বিভিন্ন স্থানে শেখ মুজিবর রহমানকে বিপুল সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ৬-দফার দাবী সম্বলিত পােষ্টারফেষ্টুনসহ জনসাধারণ পথিপার্শ্বে দাঁড়াইয়া থাকে। পথিপার্শ্বে কয়েক স্থানে শেখ মুজিবর রহমানকে জনতার অনুরােধে বক্তৃতা করিতে হয় এবং তজ্জন্য কুমিল্লা পৌঁছাতে তাহার বিলম্ব হয়।
সভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমেদ ঘােষণা করেন যে, ৬-দফা আদায়ের জন্য নিয়মতান্ত্রিক সংগ্রাম চলিতে থাকিবে।
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের বিশিষ্ট নেতা জনাব রফিকুল হােসেন ৬দফার সমর্থনে বলেন, ৬-দফা লাহাের প্রস্তাব ও বিগত ১৮ বৎসরের বাস্তব অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত। উহা জনসাধরণের গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা পুনরুদ্ধারের হাতিয়ার। এতদ্ব্যতীত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব আবদুল মােমেন, এডভােটেক জনাব আবদুর রব, চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব এম. এ. আজিজ প্রমুখ সভায় বক্তৃতা করেন।
পূর্বাহ্নে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান কুমিল্লা টাউন হলে জেলার বিভিন্ন স্থান হইতে আগত ৩ সহস্রাধিক কর্মীর এক সমাবেশে বক্তৃতা করেন।

দৈনিক ইত্তেফাক, ৩০ এপ্রিল ১৯৬৬

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!