You dont have javascript enabled! Please enable it!

পাবনায় প্রচুর অস্ত্র উদ্ধার

পাবনা। গত বুধবার পুলিশ এখানে বি ওয়াপদা ভবনের নিকট একটি পুস্করিণী থেকে প্রভূত পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। দখলদার পাকিস্তানবাহিনী উক্ত ভবনে তাদের সদর কার্যালয় স্থাপন করেছিল। আত্মসমর্পণের পূর্বে তারা এসব অস্ত্রশস্ত্র উক্ত পুষ্করিণীতে নিক্ষেপ করে। জেলার বিভিন্ন সন্দেহজনক স্থানে তল্লাশী চালানো হলে আরও অস্ত্রশস্ত্র উদ্ধার করা যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে। জনৈক সাংবাদিকের নিকট পাবনায় এস ডি ও জানান যে, যেসকল অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলোর গায়ে আমেরিকা ও চীনের মার্ক দেয়া ছিল। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে আড়াইশত বড় আকারের রকেট সেল, ১৫টি ছোট আকারের রকেট সেল, তিনটি কামানের গোলা, ১৮টি মর্টারের গোলা, ৩৮টি বোমা, তিনটি ভাঙা চীনা রাইফেল, ৬শত বুলেট, ৬১৫টি রাইফেল, এস এল আর ১৬ এর উল্লেখযোগ্য।

রেফারেন্স: ১০ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!