স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণার স্মরণে মেহেরপুরের গ্রামে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত
সরকার দুটো স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন। এর একটি সাভারে নির্মিত হবে এবং অপরটি নির্মিত হবে কুষ্টিয়ার মেহেরপুর থানার ভবেরপাড়ায় । অজ্ঞাতনামা মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিসৌধটি নির্মিত হবে সাভারে। অপরদিকে প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার ঘোষণার স্মৃতি রক্ষার্থ স্মৃতিসৌধটি নির্মিত হবে ভবেরপাড়ায়। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসম্পর্কিত সংস্থাকে স্মৃতিসৌধ নির্মাণ কর্মসূচি বাস্তাবায়নের আহ্বান জানিয়েছেন বলে জানা গেছে। প্রস্তাবিত স্মৃতিসৌধটি এমন আবহাওয়া ও পরিবেশের হবে যা লেনিনগ্রাদের স্মৃতিসৌধের কথা স্মরণ করিয়ে দেয়। যেসব লেনিনগ্রাদবাসী নার্সীদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে জীবন দিয়েছেন, তাঁদের স্মৃতি রক্ষার্থে রাশিয়ানরা লেনিনগ্রাদে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। রাশিয়া সফর কালে বঙ্গবন্ধু লেনিনগ্রাদের সৌধটি পরিদর্শন করেন। স্মৃতিসৌধ নির্মাণের কর্মসূচির প্রাথমিক পর্যায় প্রস্তুত হয়েছে বলে ওয়াকিফহাল সূত্রে জানা গেছে।
রেফারেন্স: ৯ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ