চট্টগ্রাম ও চালনা বন্দরে ডুবো জাহাজ
চট্টগ্রাম। যোগাযোগ মন্ত্রী জনাব এম মনসুর আলী আজ এখানে প্রকাশ করেন যে, চট্টগ্রাম ও চালনা বন্দরে ডুবো জাহাজ উঠানোর জন্যে শীগগিরই একটি সোভিয়েত বিশেষজ্ঞ টিম বাংলাদেশে আসবেন। বাংলাদেশ বিমান এর প্রথম ফকার বিমানে মন্ত্রী মহোদয় এখানে আসেন। তিনি পোর্ট ট্রাষ্টের চেয়ারম্যানের সঙ্গে বন্দর সম্পর্কে আলাপ করেন। চট্টগ্রাম বন্দর পুর্নোদ্যমে চালু করতে সরকার তৎপর রয়েছেন বলে তিনি জানান। পোর্ট ট্রাষ্টের চেয়ারম্যান জনাব গোলাম কিবরিয়া মন্ত্রী মহোদয়কে জানান যে, ১৪টি জেটিতে এখন কাজ চলছে এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে যথাক্রমে ২৪৮১৬ ও ৭৪৪৫৪ টন মাল জাহাজে তোলা ও নামানো হয়। চেয়ারম্যান মন্ত্রী মহোদয়কে গুদাম ও শেড পরিদর্শনে নিয়ে যান। তিনি গুদামে মজুদ খাদ্যদ্রব্য পরিদর্শণ করেন। স্থানীয় বন্দর শ্রমিক ইউনিয়ন নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেন এবং জাতীয় শ্রমিকলীগ অফিস পরিদর্শন করেন এবং শ্রমিকদের দাবি দাওয়া পূরণের আশ্বাস দান করেন। দখলদার পাকিস্তান সেনাদের হস্তে নিহত ব্যক্তিদের বিধবা পত্নীরা মন্ত্রী মহোদয়ের সঙ্গে দেখা করেন এবং দাবি দাওয়া জানান। তিনি তাদেরকেও সাহায্যের আশ্বাস দান করেন। বিকেলে তিনি বিমান যোগে ঢাকা প্রত্যাবর্তন করেন।
রেফারেন্স: ৯ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ