You dont have javascript enabled! Please enable it!

টাঙ্গাইলে উদ্বাস্তুরা রিলিফ পাচ্ছে না

টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আমাদের নিজস্ব সংবাদদাতা প্রেরিত খবরে প্রকাশ, স্বদেশ প্রত্যাগত শরণার্থীদের জন্য এ অঞ্চলে যে সরকারি সাহায্য পাওয়া গেছে প্রয়োজনের তুলনায় একান্ত অপ্রতুল বলে অভিযোগ শোনা গেছে। সংবাদে প্রকাশ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দেলদুয়ার এলাকার শরণার্থী অথবা বিধ্বস্ত জনসাধারণের পুনর্বাসনের ও অন্যান্য সাহায্যবাবদ রেডক্রস ও অন্য কোনো সাহায্য সংস্থা হতে কোনো সাহায্য পাওয়া যায়নি। তাঁবু, শীতবস্ত্র অর্থ প্রভৃতি কোনো সাহায্যই এ পর্যন্ত আসে নি। অথচ পাকিস্তান হানাদারিবাহিনী ও তাদের দালালেরা বহু লোক হত্যা করেছে, বহু ঘরবাড়ি বশিভূত করে দিয়েছে আর ধনসম্পদ লুণ্ঠন করেছে। স্থানীয় জনসাধারণ ও শরণার্থীরা বর্তমানে দারুণ অর্থ ও খাদ্য সংকটে কালযাপন করছে। জানা গেছে, স্বাধীনতা উত্তরকালে এ অঞ্চলে একবার মাত্র সরকারি সাহায্যস্বরূপ কিছু গম ও চাল এসেছিল। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ বণ্টন ব্যবস্থার অভাবে প্রকৃত দরিদ্র ব্যক্তিরা তা থেকে বঞ্চিত রয়েছে। দ্বিতীয়বার যে সাহায্য এসেছে তার বণ্টনেও যাতে স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব না ঘটে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি দেওয়ার জন্য জনসাধারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছেন।

রেফারেন্স: ৯ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!