অসাধু ব্যবসায়ীদের কারসাজি- চালের বাজারদর বেড়ে যাচ্ছে
ময়মনসিংহ। গত এক সপ্তাহে ময়মনসিংহে চালের দাম যথেষ্ট বৃদ্ধি পেয়েছে বাজারে চালের প্রচুর আমদানি থাকা সত্ত্বেও চাল বর্তমানে প্রতি মণ ৫৪ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। ফলে স্থানীয় জনসাধারণ দারুণ অবস্থার সম্মুখীন হচ্ছেন। শোনা যায়, বহু অসৎ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে চাল গুদামজাত করছে। স্থানীয় রেশন দোকান থেকে সরকারি কর্মচারী ছাড়া অন্যান্য লোককে নিয়ন্ত্রিত মূল্যে চাল বা গম দেয়া হচ্ছে না বলেও অভিযোগ শোনা গেছে। রেশনের দোকান থেকে নিয়ন্ত্রিত মূল্যে নিয়মিতভাবে চাল দেয়া হলে খোলাবাজারে চালের দাম কমে যেত বলে জনসাধারণ মনে করে। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে আজাদের সংবাদদাতা জানিয়েছেন যে, সেখানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির। দাম দিন দিন বেড়ে চলছে। বিধ্বস্ত বাংলার জনসাধারণ ও অগ্নিমূল্যে দ্রব্যাদি ক্রয় করতে পারছেন না। এর পেছনে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীগণ জড়িয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
রেফারেন্স: ৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ