খুলনা-ভেড়ামারা ট্রেন সার্ভিস চালু
খুলনা। বাংলাদেশ রেলওয়ে খুলনা ও হার্ডিঞ্জ ব্রিজের পার্শ্ববর্তী ভেড়ামারা পর্যন্ত দীর্ঘ ১২১ মাইল পথে ট্রেন চালু করে এই বন্দর শহরের সাথে উত্তরবঙ্গের যোগাযোগের ব্যবস্থা করছে। ট্রেনটি প্রত্যেক দিন সন্ধ্যা ৭টায় খুলনা থেকে ছেড়ে ভোর ৬টায় ভেড়ামারা যেয়ে পৌছাবে। ফের সকাল ৮টায় ভেড়ামারা থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা ৬ টায় খুলনা এসে পৌছাবে। প্রকাশ, ভেড়ামারায় ট্রেন ধরার জন্যে যাত্রীদেরকে নিজের ব্যবস্থা করে নিতে হবে। এখানে উল্লেখ করা যেতে পারে যে, পাকিস্তানি হানাদারবাহিনী বাহিনী কুষ্টিয়া থেকে পালাবার সময় পাকশী সেতুর গুরুতর ক্ষতি করে যায় এবং তার ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে যায়। জনৈক কর্তৃপক্ষ স্থানীয় রেলওয়ে কর্মচারী সাংবাদিককে জানান যে, বাংলাদেশ রেল ইঞ্জিন, খুচরা অংশ এবং কারিগরের খুবই অভাব রয়েছে, আর তার ফলে চায় সার্ভিসগুলোও বন্ধ হয়ে যেতে পারে।
রেফারেন্স: ৭ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ