You dont have javascript enabled! Please enable it! 1972.03.05 | বাংলাদেশ সোভিয়েত মৈত্রী জোরদার হয়ে উঠবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

মৈত্রী দিন দিন জোরদার হবে

তাসখন্দ। আমার নিশ্চিত বিশ্বাস, সময়ের অগ্রগতির সাথে বাংলাদেশ সোভিয়েত মৈত্রী জোরদার হয়ে উঠবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তনের প্রাক্কালে সোভিয়েত জনগণ এবং সরকারের নিকট এক বিদায় বাণীতে এই কথা বলেন। তিনি বলেন, আমাদের মুক্তি সংগ্রামে সোভিয়েত জনগণ এবং তাদের নেতৃবৃন্দ যে দৃঢ় এবং অব্যাহত সমর্থন দিয়েছিল তা বাংলার জনগণ কখনোই ভুলবে না। আমাদের এই মৈত্রী বন্ধনের ইতিহাসে আমাদের দুর্দিনে তাদের সক্রিয় সমর্থন চিরদিন একটা জ্বলন্ত অধ্যায় হয়ে থাকবে। তিনি সোভিয়েত নেতা এবং জনগণের উদ্দেশে তাদের প্রাণঢালা আতিথেয়তার জন্যে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান। আমাদের আলোচনা বৈঠকগুলো চলাকালে আমাদের সমস্যাগুলোর প্রতি গুরুত্ব আরোপ এবং সহানুভূতিশীল উপলব্ধির জন্যে “আমি কমিউনিস্ট পার্টি” প্রধান কমরেড ব্রেজনেভ, প্রধানমন্ত্রী কোসিগিনি এবং প্রেসিডেন্ট পোদগর্নিকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। মহান বিপ্লবের জনকের জন্মস্থান লেনিনগ্রাদ দেখতে পাওয়ার জন্যে তিনি নিজেকে মহাসম্মানের অধিকারী বলে অনুভব করেন। ঐতিহাসিক শহর তাসখন্দে এসে তিনি উজবেকিস্তানের প্রধানমন্ত্রী মি. খুদাইবর্দী এবং তাঁর সহকর্মীদের আন্তরিক আতিথেয়তার জন্যে কৃতজ্ঞতা জানান।

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ