You dont have javascript enabled! Please enable it!

মেহনতী মানুষের চোখে বঙ্গবন্ধুর রাশিয়া সফর

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সফল মস্কো সফর বাংলার সর্বহারা সংগ্রামী মানুষের মনে দিয়েছে এক নতুন শক্তি। শিক্ষিত হিসেবী সমাজ এখনও সফরের ফলাফল পরীক্ষা করে দেখতে চান, কিন্তু এ সর্বহারা শ্রেণি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর সমাজতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে এটা একটা বলিষ্ঠ পদক্ষেপ। বস্তির বাসিন্দা হেলালুদ্দিন গত দুদিন এক প্রকার উপোস করে আছে- তবুও তার আশা “হুনছি রাশিয়ায় ধনী গরিব নাই, কেউ না খাইয়া থাহে না। বঙ্গবন্ধু ওতো আমাগো লাইগা হেই জিনিসই করবার লাগতেছেন। বকশী বাজারস্থ একটি মেসের একজন বেকার যুবকও অনুরূপ অভিমত ব্যক্ত করলেন। বেকারির অভিশাপ থেকে বাংলার শতসহস্র যুবককে রক্ষা করার জন্যে বঙ্গবন্ধু দেশে সমাজতন্ত্র কায়েম করতে যাচ্ছেন। আর বঙ্গবন্ধুর পাশে এসে দাড়িয়েছে বিশ্বের সর্ববৃহৎ রাশিয়া। তাই বঙ্গবন্ধু বলেছেন, নীতি ও আদর্শগত সাদৃশ্যের দরুনই সোভিয়েত রাশিয়া আমাদের পরম বন্ধু। তেমনিভাবে এক প্রশ্নের জবাবে শ্যামপুর এলাকার শ্রমিক আবদুর রাজ্জাক বললো- ‘হেই দিন চইলা গেছে-হারাদিন খাইট্যা ১০ গজ কাপড় বানাইয়া তিন টাকা মজুরী দেওন চলব না। দেশ সমাজতন্ত্র অইবার লাগছে। অহন দিনে দশগজ কাপড় বানাইলে আমগরে চলবো না।” এভাবে তার উপলব্ধি ব্যক্ত করে যাচ্ছিল আজাদ অফিসের সামনের একটি চা দোকানে বসে বসে। রাজ্জাক বললেন, “শেখ সাব এমনিভাবে, বঙ্গবন্ধুর রাশিয়া সফরকে সমাজের খেটে খাওয়া মানুষেরা বিশ্লেষণ করছে। আর একটা নতুন সমাজের কর্ণধার বঙ্গবন্ধুর প্রতি আস্থা রেখে তারা কাজ করে যাচ্ছে।”

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!