You dont have javascript enabled! Please enable it! 1971.11.18 | মুক্তি যােদ্ধাদের গুলীর আঘাতে দু'খানি হানাদার বিমান বিধ্বস্ত - সংগ্রামের নোটবুক

মুক্তি যােদ্ধাদের গুলীর আঘাতে দু’খানি হানাদার বিমান বিধ্বস্ত

মুজিবনগর, ১৭ই নভেম্বর চলতি সপ্তাহে আমাদের মুক্তিযােদ্ধারা হানাদার বাহিনীর দু’খানা জঙ্গী বিমান গুলীবিদ্ধ করে ভূপাতিত করেছে। অবশ্য পাকিস্তানী গােচেবলস্ চক্র দাবি করেছে যে, আসলে প্রশিক্ষণ বিমান মহড়ার সময় আকস্মিক দুর্ঘটনাই এই বিমান বিধ্বস্তের কারণ। জনৈক মার্কিণ সাংবাদিকের রিপাের্টে কিন্তু পাক কর্তৃপক্ষের এই ধাপ্পাবাজি ধরা পড়েছে। ভয়েস অব আমেরিকার খবরে স্বীকার করা হয় যে, কোনাে দুর্ঘটনা নয়, মুক্তিযােদ্ধাদের গুলির আঘাতেই জঙ্গী শাহীর বােমারু বিমান দুটি বিধ্বস্ত হয়। প্রকাশ, যুদ্ধবাজ পাকিস্তানী বাহিনীর এই বিমান দুটির একটি ঢাকা থেকে ৮০ কিলােমিটার দূরে বিধ্বস্ত হয় এবং অপরটি বিধ্বস্ত হয় চট্টগ্রামের কক্সবাজারের নিকটবর্তী একটি নদীর তীরে। চট্টগ্রাম ও ঢাকা থেকে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন যে, বিধ্বস্ত বিমান দুটি দেখার জন্য বহু লােক দূর দূরান্তর থেকে ঘটনাস্থলে এসে উপস্থিত জমায়েত হয়। 

অনুসন্ধানকারী বিমানের পলায়ন।

আমাদের সংবাদদাতারা আরাে জানিয়েছেন যে, ঘটনার অব্যবহিত পরে, দুটি অনুসন্ধানকারী বিমান   ঘটনাস্থলের উপর দিয়ে চক্কর দিতে থাকলে মুক্তিযােদ্ধাদের বিমান বিধ্বংসী কামানগুলি গর্জে ওঠে। ফলে বিমান দুটি ভয় পেয়ে পালিয়ে যায়।

সাপ্তাহিক বাংলা ॥১; ৫।

১৮ নভেম্বর ১৯৭১

সূত্র:  গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড  ০৯