ছাত্রলীগ কেন্দ্রীয় সমিতির বৈঠক
নূরে আলম সিদ্দিকী ঘোষণা করেন যে, দেশে গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে স্বাধীনতার সুফল শ্রমিক-কৃষকদের দ্বারপ্রান্তে এনে দেয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগ তার ভবিষ্যৎ সাংস্কৃতিক বিপ্লব কর্মসূচির খসড়া প্রণয়ন করবে। জনাব সিদ্দিকী সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভায় বক্তৃতা করছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এই প্রথম বৈঠক। তিনি বলেন যে, ছাত্রলীগের কর্মীদের আত্মসমালোচনাজাত একনিষ্ঠ নিয়ে জাতির সেবায় এগিয়ে যেতে হবে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ বলেন, ছাত্র সমাজ স্বাধীনতাকে ব্যর্থ হতে দেবে না। শহীদেরা যে জন্য জীবন বিসর্জন দিয়েছেন ছাত্রলীগ কখনও সেই লক্ষ্য হতে দূরে সরে যাবে না বলে তিনি ঘোষণা করেন।
রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ