৬ কোটি টাকা গৃহনির্মাণ সাহায্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের বিভিন্ন জেলার দুর্গত পরিবারের গৃহ নির্মাণের জন্য ৬ কোটি টাকা সাহায্য মঞ্জুর করেছেন। সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের গৃহ নির্মাণের জন্যে ১ শত টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্তদের ৫০ টাকা হারে দেওয়া হবে। বিভিন্ন জেলার জন্য নিম্নভাবে এ টাকা বণ্টন করা হয়েছে- দিনাজপুর-৫০ লক্ষ, রংপুর ৫০ লক্ষ, ময়মনসিংহ ৫০ লক্ষ, টাঙ্গাইল ১২ লক্ষ, রাজশাহী ৪৫ লক্ষ, কুষ্টিয়া ২০ লক্ষ, সিলেট ৪৫ লক্ষ, যশোর ৪৭ লক্ষ, খুলনা ৪৮ লক্ষ, ফরিদপুর ৪৩ লক্ষ, চট্টগ্রাম ৪৫ লক্ষ, কুমিল্লা ৪৭ লক্ষ, পার্বত্য চট্টগ্রাম ৩ লক্ষ, নোয়াখালি ৩০ লক্ষ, পাবনা ২৫ লক্ষ এবং বগুড়া ২০ লক্ষ।
রেফারেন্স: ৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ