লাল ফিতার দৌরাত্ম চলবে না- তাজউদ্দিন আহমদ
বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, লাল ফিতার দৌরাত্মের দিনগুলো বাংলাদেশে বিগত ব্যাপারে পরিণত হয়েছে। খাদ্যমন্ত্রী ফনিভূষণ মজুমদার সমভিব্যাহারে চট্টগ্রামে আকস্মিকভাবে জোট এলাকা পরিদর্শন কালে তিনি উক্ত মন্তব্য করেন। জনাব তাজউদ্দিন চট্টগ্রাম বন্দর ও জোটের কর্মচারীদের প্রতি যুদ্ধকালীন জরুরি অবস্থার ভিত্তিতে কাজ চালিয়ে যাওয়ার উপদেশ দেন। তিনি বলেন, দেশ এখন স্বাধীন হয়েছে, এখন জনসাধারণকেই নিজেদের ভাগ্য উন্নয়ন করতে হবে। অতীতের জন্য কাউকেও আর দোষারোপ করে লাভ হবে না। তিনি কর্মচারীদের প্রতি ইয়াহিয়া জান্তার ধ্বংসলীলার ছাপ মুছে ফেলার জন্য নবোদ্যমে কঠোর পরিশ্রম করার আহবান জানান। অর্থমন্ত্রী কর্মচারীদের জরুরি ব্যাপারে দ্রুত ও সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত গ্রহণের জন্য এবং সরকারি দলিলের দীর্ঘসূত্রী পদ্ধতির অপেক্ষা না করার উপদেশ দেন। রিলিফকার্য পরিচালনা এবং দ্রুত খাদ্যদ্রব্য বণ্টনের ব্যাপারে বিশেষভাবে এই ধরনের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। দেশের অর্থনীতি সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে উল্লেখ করে তিনি এই মর্মে আশা প্রকাশ করেন যে, সাড়ে ৭ কোটি বাঙালি যুদ্ধকালীন জরুরি অবস্থার ন্যায় দৃঢ়ভাবে পুনর্গঠন কার্য চালিয়ে গেলে বাংলাদেশকে সুখীসমৃদ্ধ দেশে পরিণত করা সম্ভব হবে। তিনি এই মর্মে তথ্য প্রকাশ করেন যে, ৬ ঘণ্টা ঘুমানো ব্যতীত আর বিন্দুমাত্র বেশি বিশ্রাম গ্রহণের সকল ইচ্ছেই তারা বিসর্জন দিয়েছেন। তাদের এই কাৰ্যতালিকা মার্চে সামরিকবাহিনীর হামলার পর থেকে অব্যাহতভাবে চলছে বলে তিনি উল্লেখ করেন।
রেফারেন্স: ৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ