You dont have javascript enabled! Please enable it!

মাসে ভাড়াতেই যাচ্ছে ৩১ লাখ টাকা

বাংলাদেশের জন্যে সংগৃহীত সাহায্য থেকে জাতিসংঘ প্রতি মাসে পরিবহন ভাড়া বাবদ গড়ে প্রায় ৩১ লক্ষ টাকা (৫লক্ষ ৩০ হাজার ডলার) ব্যয় করছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বলাবাহুল্য, এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে কোনো ভূমিকা গ্রহণের সুযোগ দেয়া হচ্ছে না। অথচ, সাহায্যের অর্থ নগদ বাংলাদেশ সরকারের হাতে দিয়ে দিলে ভাড়া প্রদান না করে হয়তো মিত্রদেশ থেকে কিস্তিবন্দিতে বাংলাদেশ জাহাজ বা অন্যান্য যানবাহন কিনেই ফেলতে পারত এবং সেটাই হত যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সত্যিকার অর্থে সাহায্য করা। উল্লেখযোগ্য যে, দস্যু পাকিস্তানবাহিনী ব্যবস্থাকে সম্পূর্ণরূপে পর্যুদস্ত করে রেখে গেছে। জল্লাদবাহিনী রাস্তাঘাট নষ্ট করেছে; ভৈরব বাজার, হার্ডিঞ্জ ব্রিজ, ব্রহ্মপুত্র ব্রীজ প্রভৃতি চুরমার করে ফেলেছে। শুধু তাই নয়, পঁচিশে মার্চের আগে বাংলাদেশে যেখানে আট হাজারেরও বেশি ট্রাক ছিল, এখন তার মাত্র এক হাজার অবশিষ্ট রয়েছে। এ প্রেক্ষিতে ওয়াকেফহাল মহল মনে করছেন বাংলাদেশের নামে সংগৃহীত সাহায্য বাংলাদেশের স্থায়ী উপকারে যাতে ব্যবহৃত হতে পারে। জাতিসংঘের উচিত সে ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করা।

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!