You dont have javascript enabled! Please enable it!

যুক্ত ঘোষণা প্রকাশ

মস্কো। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী কোসিগিনি অদ্য ক্রেমলিনে সোভিয়েত-বাংলাদেশ এক যুক্ত ঘোষণায় তারা স্বাক্ষর দেন। এই ঘোষণাটি ৫ মার্চ ঢাকা ও মস্কো থেকে একই সময়ে প্রকাশ করা হবে। স্বাক্ষরদান অনুষ্ঠানের ফিল্ম গ্রহণ করা হয়। এ অনুষ্ঠানে মি, গ্রোমিকো ও জনাব সামাদ উপস্থিত ছিলেন। পূর্ববর্তী খবরে প্রকাশ, বঙ্গবন্ধু ও সোভিয়েত নেতৃবৃন্দের মধ্যে তিন দিন স্থায়ী আলোচনা আজ পূর্ণ সমঝোতার মধ্যে শেষ হয় এবং একটি যুক্ত ঘোষণায় তারা স্বাক্ষরদান করেন। আলোচনার মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক বিষয় অন্তর্ভুক্ত ছিল। আজ বঙ্গবন্ধু সোভিয়েত প্রেসিডেন্ট পোদগর্ণি ও প্রধানমন্ত্রী কোসিগিনের সঙ্গে পৃথক পৃথকভাবে আলোচনা বৈঠকে বসেন। লেনিনগ্রাদ সফরে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সোভিয়েত নেতৃবৃন্দের সঙ্গে তিন দিনব্যাপী আলোচনা শেষে আজ মস্কো থেকে লেনিনগ্রাদ যাত্রা করেন। প্রধানমন্ত্রী কোসিগিনও বঙ্গবন্ধুর সঙ্গে লেনিনগ্রাদে গমন করেন। লেনিনগ্রাদ পৌছার পর বিমানবন্দরে সমবেত জনতা কর্তৃক সফরকারী নেতৃবৃন্দকে সাদর সম্বর্ধনা জানানো হয়। বিমানবন্দর থেকে শহরে গমন পথে ১৫ কিলোমিটার সড়কে হাজার হাজার জনতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানায়। প্রধানমন্ত্রী কোসিগিন বঙ্গবন্ধুর সঙ্গে তাসখন্দ গমন করেন। মস্কো থেকে লেনিনগ্রাদ যাওয়ার পথে বঙ্গবন্ধু ইলেকট্রিক জেনারেটর তৈরির কারখানা পরিদর্শন করেন। তিনি একটি সামরিক ডিভিশনও পরিদর্শন করেন। সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী মার্শাল আদ্রে গ্লেচকো উভয় দেশের প্রধানমন্ত্রীকে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করেন। পদস্থ সামরিক কর্মচারীগণও এই ভোজে উপস্থিত ছিলেন। এক সংক্ষিপ্ত ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে, কীভাবে নাৎসী ও ফ্যাসিষ্ট বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়াতে হয়, লেনিনগ্রাদের জনগণ তা বিশ্ববাসীকে শিখিয়েছে। আমারও এরূপ বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিলাম। পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তা যে বর্বরতার স্বাক্ষর রেখেছে, সে ধরনের বর্বরতার বিরুদ্ধে সতর্ক হবার শিক্ষা বাংলা দেশের অভিজ্ঞতা থেকে ভবিষ্যৎ বংশধরগণ গ্রহণ করবে।

 

রেফারেন্স: ৫ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!