You dont have javascript enabled! Please enable it!

নারায়ণগঞ্জে ৪ জন গ্রেফতার, ২০ হাজার টাকার চোরাই মাল উদ্ধার

নারায়ণগঞ্জ পুলিশ শনিবার নয়ামাটির দুটি বাড়ি থেকে মোট ২০ হাজার টাকার চোরাই মাল উদ্ধার করেছেন। এ ব্যাপারে তারা ৪ ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন। আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন যে, পুলিশ ৫টি চেন, ৬টি ওভারলক মেশিন, ১টি গেঞ্জীর থান এবং বিভিন্ন প্রকারের ৬০ থেকে ৭০ ডজন গেঞ্জীসহ মোট ২০ হাজার টাকার চোরাই মাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। নারায়ণগঞ্জ থানার জনাব আলী আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছিল। প্রতিনিধি জানিয়েছেন, পরশু দিন রাতে কতিপয় দুষ্কৃতকারী নারায়ণগঞ্জের হাৰিৰ হোসিয়ারীতে হামলা চালিয়ে এসব জিনিসপত্র লুট করেছিল। এছাড়া গত ২দিন ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ অসংখ্য অস্ত্রশস্ত্রসহ মোট ৩২ জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে। ইসলামপুরে ২ জন ডাকাত গ্রেফতার: বিএস এস পরিবেশিত এক খবরে প্রকাশ, পরশু রাতে ইসলামপুর রোডে দোকানে ডাকাতি করার সময় কোতওয়ালী পুলিশ দুইজন ডাকাতকে হাতে নাতে ধরেছে। তারা দোকানের দরজা ভেংগে জিনিসপত্র সরাচ্ছিল। লালবাগ পুলিশ গ্রিনরোড থেকে সন্দেহজনক গতিবিধির দরুন দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। একই রাতে মোহাম্মদপুর পুলিশ ৪ রাউন্ড গুলিসহ একটি স্টেনগান, ৩০৩ নম্বর রাইফেলের এক বাক্স গুলি, দুইটি বেয়োনেট, দুটি রাইফেল এবং দুইটি সক্রিয় রাইফেল ম্যাগজিন উদ্ধার করেছেন। এসব লালমাটিয়া এবং নুরজাহান রোড এলাকা থেকে উদ্ধার করেছে। এ ব্যপারে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তাছাড়া তারা সাতমসজিদ রোড থেকে একটি রিভলবারও উদ্ধার করেছে। রিভলবার বহনকারীকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহজনক গতিবিধির দরুন তারা অপর সাতজনকে আটক করেছে।

রেফারেন্স: ৪ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!