You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশ-রাশিয়া অর্থনৈতিক চুক্তি স্বাক্ষর

মস্কো। সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে আজ বেশ কয়েক কোটি রুবলের এক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এর অধীনে তারা বাংলাদেশকে নিত্যব্যবহার্য দ্রব্য আর সরঞ্জাম সরবরাহ করবে। প্রধানমন্ত্রী শেখ মজিবুর রহমানের এখানে আগমনের পর এটা নিয়ে মোট ২টি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হলো। আজকের এই নয়া চুক্তির অধীনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে ৩টি হাজার টনের হাজার টনের মালবাহী জাহাজ, ১০ ট্রলার, ৪টি হেলিকপ্টার, ১০টি রেলইঞ্জিন তৎসহ ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান, মাছের জন্য হিমাগার, রেলওয়ের জন্য ভ্রাম্যমাণ ওয়ার্কশপ, সেতুর সরঞ্জাম ইত্যাদি সরবরাহ করবে। সোভিয়েত দেশ এছাড়া চুক্তির অধীনে পর্যাপ্ত পরিমাণ চাল ও ভোজ্য তেল সরবরাহ করবে। এতে করে ৩০ হাজার টন চাল ও ৫ হাজার টন ভোজ্য তৈল পাওয়া যাবে।

রেফারেন্স: ৩ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!