You dont have javascript enabled! Please enable it! 1972.03.02 | আজ সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে এক যুক্ত ইশতেহার বের হচ্ছে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আজ সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে এক যুক্ত ইশতেহার বের হচ্ছে

মস্কো। আগামিকাল মস্কোতে এক বিশেষ অনুষ্ঠানে সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে এক যুক্ত ঘোষণা প্রকাশ করা হবে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ দু’দেশের নেতাদের মধ্যে আজকের আলোচনা শেষে একথা প্রকাশ করেন। আগামিকাল অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সোভিয়েত ইউনিয়ন ত্যাগের পর এই ঘোষণা প্রকাশ করা হবে। তবে আগামিকাল এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আজকের বৈঠকে ব্রেজনেভও যোগ দেয়ায় আলোচনা বিশেষ গুরুত্বপূর্ণ বলে ধারণা করা হচ্ছে। আজকের আলোচনার পর বঙ্গবন্ধুর সফরের সময়সূচির রদবদল আবশ্যকীয় হয়ে পড়েছে। আগামিকাল সোভিয়েত প্রেসিডেন্ট পোদগর্নির সাথে বৈঠকের পর কোসিগিনের সাথে শেখ মুজিবর বহমান চূড়ান্ত বৈঠকে মিলিত হবেন। এ কারণেই আগামিকাল বঙ্গবন্ধুর মস্কো ত্যাগে ৩ ঘন্টা বিলম্ব ঘটবে। আজ অর্থনৈতিক সহযোগিতা চুক্তি: আগামিকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মস্কো ত্যাগের আগে সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে এক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা যাচ্ছে। আগামিকাল বঙ্গবন্ধুর মস্কো ত্যাগের পূর্বে যুক্ত ইশতেহার স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র দফতরের জনৈক মুখপাত্র বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দু’দেশের প্রধানমন্ত্রীদের মধ্যে ব্যাপকক্ষেত্রে মতোবিনিময় হয়েছে এবং তারা ঐকমত্যে পৌছেছেন। বাংলাদেশের আর্থিক প্রয়োজনের বিষয়ও আলোচনায় স্থান পেয়েছে বলে তিনি উল্লেখ করেন। যুক্ত ইশতেহারের জাতীয় ও আন্তর্জাতিক বিষয়গুলি চূড়ান্ত হয়েছে। তবে, অর্থনৈতিক বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা চলছে এবং এসব আজ চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ ও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী গ্রেচকের মধ্যে হয় ৪৫মিনিট আলোচনা হয়।

রেফারেন্স: ২ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ