You dont have javascript enabled! Please enable it! 1972.03.02 | জুন মাসের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হবে | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

জুন মাসের মধ্যে বাংলাদেশ বিশ্বব্যাংকের সদস্য হবে

ওয়াশিংটন। আসছে জুনে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের পূর্ণাঙ্গ সদস্য হলেই তাকে কনসোর্টিয়ামের সাহায্য দান করা হবে বলে আভাস দেয়া হয়েছে। সম্প্রতি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মি. ম্যাকনামারা যখন ঢাকা সফরে আসেন তখন এই নয়া রাষ্ট্রকে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য করে নেয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ইচ্ছে প্রকাশ করেন। অতঃপর এর জন্যে আনুষ্ঠানিক আবেদনও পেশ করা হয়েছিল। এই আবেদনের প্রেক্ষিতে সহানুভূতিশীল হয়ে ব্যাংক এর মধ্যেই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন এবং এই নয়া রাষ্ট্রকে যথোপযুক্ত সাহায্যদানের ইচ্ছে করেছেন। তবে কোনো দেশ সদস্য না হলে তাকে সাহায্য অনুমোদন করা যেতে পারে না। তা যায় হোক,ব্যাংক কর্তৃপক্ষ এই আশ্বাস দিতে চান যে, বাংলাদেশকে সদস্য করে নেয়া এবং সাহায্যদানের মধ্যে কোনো সময়ের ব্যবধান থাকবে না। এই উদ্দেশ্য নিয়ে বিশ্বব্যাংক জরুরি ভিত্তিতে কতিপয় প্রকল্প প্রস্তুত শুরু করেছেন।

রেফারেন্স: ২ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ