চোরাচালান বন্ধের জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধের প্রস্তাব
ঢাকা। ঢাকা বণিক ও শিল্পপতি সমিতির ভাইস প্রেসিডেন্ট জনাব মোখলেছুর রহমান বেআইনিভানে পণ্য চলাচল বন্ধ করার জন্য ভারত-বাংলাদেশ সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেয়ার দাবি জানান। তিনি বলেন যে, সীমান্ত দিয়ে বেআইনীভাবে এরূপ পণ্য চলাচলের ফলে দুটি বন্ধুতুপূর্ণ দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য উন্নয়নের পথ ব্যাহত হচ্ছে। জনাব মোখলেছুর রহমান এক বিবৃতিতে প্রস্তাব করেন যে, চোরাচালান কার্যকরভাবে বন্ধকরণ এবং বৈধ পথে বাণিজ্য নিয়ন্ত্রণের ফরমুলা উদ্ভাবনের জন্য দু’দেশের বিশেষজ্ঞদের বৈঠকে মিলিত হওয়া উচিত।
রেফারেন্স: ২ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ