রণাঙ্গন রংপুর সেক্টরের খবর ভাল
(রণাঙ্গন প্রতিনিধি) সম্প্রতি রংপুরের ৬ নং সাবসেক্টরের কমান্ডার মেজর নওয়াজেশ উদ্দীনের নেতৃত্বে মুক্তি বাহিনীর বীর যােদ্ধাগন এক অতর্কিত হামলায় ২টি জিপ ভর্তি ২০ জনের একটি পাক সৈন্য দলকে নিশ্চিহ্ন করিয়া দিয়াছে বলিয়া রংপুর জেলা ন্যাপ সূত্রে জানান হয় । | মুক্তি বাহিনী ভূরুঙ্গামারী সেক্টরের আন্দারীঝাড়-কালমাটি এলাকায় রাস্তার উপর মাইন পুতিয়া রাখে। ঐ জীপ দুইটি রেশন, অস্ত্র ইত্যাদি লইয়া ঐ রাস্তার উপর দিয়া যাওয়ার সময় মাইন বিস্ফোরণে ছিটকাইয়া যায়। সঙ্গে সঙ্গে রাস্তার অদূরে অপেক্ষামান মেজর নওয়াজেশের দল পাক সেনাদের কভারিং শেল উপেক্ষা করিয়া সবকটি পাক দস্যুকে খতম করে। ইহাছাড়া, তাহারা শত্রুদের হাত হইতে ২টি চীনা লাইট মেশিনগান, ৩টি স্বয়ংক্রিয় চীনা রাইফেল, ২টি চীনা স্টেনগান, ৮ হাজার রাউন্ড গুলী ও ১টিন ভর্তি পেট্রোল উদ্ধার করে। মৃত ও ধৃত পাক সৈন্যরা ২৫নং পাঞ্জাব রেজিমেন্টভুক্ত। তাহাদের নিকট প্রাপ্ত কাগজপত্রে ইহা জানা গিয়াছে। জানা যায় যে, মেজর নওয়াজেশের নেতৃত্বে মুক্তি বাহিনী অনুরূপ আরও একাধিক অপারেশন চালাইয়াছে। কুষ্টিয়া-যশাের-খুলনা গত সপ্তাহে মুক্তিফৌজ যশােরের মাসাল্লায় মাইন বিস্ফোরণে একটি শত্রু জিপ উড়াইয়া দেয় । ৩ জন। শত্রু সৈন্য নিহত হয়। ময়মনসিংহ-সিলেট সেক্টর গত সপ্তাহে ধালাইতে এক অভিযান চালাইয়া মুক্তিফৌজ ১ জন অফিসারসহ ২৫ জন পাক সেনা খতম করে। কুমিল্লায় সালদা নদী এলাকায় একটি নৌকা আক্রমণ করিয়া ২ জন শত্রুসেনা খতম হয়। রংপুর-দিনাজপুর-রাজশাহী। ৩রা নভেম্বর পাবনার শাহবাজপুরে ৬ জন শত্রুসেনা হতাহত, একই দিন কালিয়াদিঘীতে ৩ জন শক্রসেনা হত্যা ও ৩১শে অক্টোবর শাহগ্রামে ৯টি রাইফেল সহ ১২ জন রাজাকার গ্রেফতার করা হয়।
নতুন বাংলা ১: ১৪ :
১৮ নভেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯