ঐতিহাসিক আতিথেয়তা
মস্কো। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এবং দলের সরকারিভাবে আগত অন্যান্য সদস্যদের ক্রেমলিন প্রাসাদে থাকার আমন্ত্রণ এবং তারা যে উক্ত প্রাসাদে অবস্থান করছেন তার মধ্য দিয়ে সোভিয়েত সরকারের এক অনন্যসাধারণ মনোঃভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কূটনৈতিক মহলের মতে ইতোপূর্বে শুধুমাত্র সফরকারী রাষ্ট্রপ্রধানদেরই ক্রেমলিনে রাখা হতো, কোন সরকারি প্রধানকে রাখা হয় নাই। শেখ মুজিবর রহমান হচ্ছেন দ্বিতীয় সরকারি প্রধান যার জন্য ক্রেমলিনে থাকার ব্যবস্থা করা হয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীই নয়, তাঁর দলের অন্যান্য সদস্যগণও যে ক্রেমলিনে থাকছেন এটাকেও পর্যবেক্ষকগণ বিশেষ ঘটনা বলে মনে করছেন। বঙ্গবন্ধুকে এই অসাধারণ আতিথেয়তা প্রদর্শনকে কেন্দ্র করে এখানে বেশ জল্পনা কল্পনা চলছে।২
রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ