প্রতি ইউনিয়নে থানা স্থাপন করা হবে
ঢাকা । সরকার দেশে চার হাজার ইউনিয়নে একটি করে থানা স্থাপনের একটি পরিকল্পনা প্রণয়ন করেছেন বলে জানা গেছে। এই পরিকল্পনা বাস্তবায়নে ৪০ কোটি টাকা ব্যয় হবে। পুলিশ কর্মচারীদের বর্তমান সংখ্যা বৃদ্ধি করে এক লক্ষ করার সুপারিশের প্রেক্ষিতেও পরিকল্পনা নেয়া হচ্ছে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল আজ এই কথা প্রকাশ করেন। তিনি বলেন যে, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে জনগণের দ্বারে পৌছে দেয়া এবং বর্তমান পুলিশবাহিনীকে পুনর্গঠনের উদ্দেশ্যে সরকার যে প্রচেষ্টা চালাচ্ছেন এই পরিকল্পনা তারই অংশ। বর্তমানে বাংলাদেশে ৪৪১টি থানা রয়েছে এবং তাতে ২৭ হাজার পুলিশের লোক নিয়োজিত আছে।
তিনি প্রসঙ্গত বলেন যে, বর্তমানে তারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন তাহলো টাকার অভাব। টাকা পাওয়া গেলেই যথাসময়ে পরিকল্পনা কার্যকরী করা হবে। দখলদারবাহিনী কর্তৃক ক্ষতিগ্রস্থ পুলিশের প্রতিষ্ঠানের হিসেব দিতে গিয়ে তিনি জানান যে, বাংলাদেশে মোট ৪৪১টি থানার মধ্যে প্রায় একশত থানা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। প্রায় পাঁচ হাজার পুলিশের লোক হানাদারবাহিনীর হাতে নিহত কিংবা নিখোঁজ রয়েছে। পুলিশ বিভাগের শতকরা ৯০ ভাগ যানবাহন ধ্বংস, ক্ষতিগ্রস্থ কিংবা পাত্তা পাওয়া যাচ্ছে না। আইজিপি বলেন যে, সপ্তাহখানেকের মধ্যে ভারত থেকে ৫০ পুলিশ ট্রাক বাংলাদেশে আসবে।৬
রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ