চোরাচালান বন্ধ করার জন্য ৯ হাজার সীমান্তরক্ষী নিয়োগ করা হচ্ছে
ঢাকা। পুলিশ ডিরেক্টরের অধীনে বাংলাদেশ রাইফেলের প্রায় ৯ হাজার লোক তিন চার দিনের মধ্যে শত সীমান্ত ফাঁড়িতে নিয়োজিত হবে। তাঁরা সীমান্ত অঞ্চলের বিভিন্ন অপরাধ ও চোরাচালানী রোধ করবে। পুলিশের ইন্সপেক্টর জেনারেল এই তথ্য প্রকাশ প্রসঙ্গে বলেন যে, বি. ডি. আর-এর লোকরা ইতোমধ্যে তাদের হেড কোয়ার্টার থেকে রওয়ানা দিয়ে কতিপয় সীমান্ত ফাঁড়িতে গিয়ে পৌছেছে। অবশ্য তিনি বলেন যে, যুদ্ধের সময় সীমান্ত বহু ফাঁড়ি ধ্বংস হয়েছে এবং এসব ফাঁড়ি মেরামত ও পুনর্গঠনে কিছু সময় লাগবে।৪
রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ