You dont have javascript enabled! Please enable it!

এসব দালালকে এখনও গ্রেফতার করা হচ্ছে না কেন?

ঘোড়াশাল। ঢাকা জেলার ঘোড়াশালে কুখ্যাত পাকিস্তান হানাদারদের কতিপয় দালাল এখনও ঘোরাফেরা করছে। তাদের এখনও গ্রেফতার করা হয়নি। এরা হচ্ছে, শামা, পিতা মফিজউদ্দিন। গিয়াসউদ্দীন (রাজাকার), পিতা বেচু ও রুমু (রাজাকার), পিতা আবু। গ্রাম ঘোড়াশাল। থানা কালিগঞ্জ। এরা পাকিস্তান হানাদারদের সাথে থেকে নানা রকম সংবাদ সরবরাহ করে ধন-সম্পদ লুন্ঠন করেছে, বাজারে লুটতরাজ চালিয়েছে, বাড়িঘড় পুড়িয়ে দিতে সহায়তা করেছে। এরা গা ঢাকা দিয়ে আশেপাশের গ্রামে নির্ভিবাদে ঘোরাফেরা করছে। এ পর্যন্ত এদের গ্রেফতার না করার কারণ অবোধগম্য। অথচ এদের সহায়তায় পাকিস্তান বর্বর হায়নারা লক্ষ লক্ষ টাকার সম্পদ ও নগদ অর্থ হরণ করেছে, পথচারী, গ্রামবাসী ও বহু নিরপরাধ লোককে নৃশংসভাবে হত্যা করেছে। গরু-ছাগল, হাঁস মুরগী যা তারা নিয়েছে, তার সংখ্যা নিরূপণ করা দুসাধ্য। হায়নারা পথচারীদের কাছ থেকে জোড় করেও টাকা পয়সা আদায় করেছে।৭

রেফারেন্স: ১ মার্চ ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!